স্ত্রীর মাথায় হাত রেখে স্বামীর দোয়া

স্ত্রীর মাথায় হাত রেখে স্বামীর দোয়াঃ

[প্রকাশিতঃ ০৮ নভেম্বর ২০১৬ ইং; সুত্রঃ www.jagonews24.com]


বিবাহের পর স্বামীর জন্য করণীয় হলো - বাসরের সময় বা তার আগে স্বামী তার উভয় হাত স্ত্রীর মাথার সামনের দিকে (কপালে) রাখবে। অতঃপর আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে উভয়ের জন্য বরকতের দোয়া করবে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাদিসে তা বর্ণনা করেছেন।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমাদের কেউ যখন কোনো মহিলাকে বিয়ে করবে, সে যেন তার (স্ত্রীর) কপাল ধরে এবং আল্লাহ তাআলার নাম পাঠ করে এবং বরকতের দোয়া করে। আর সে যেন বলেঃ


উচ্চারণঃ
 আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরিমা যাবালতাহা আলাইহি; ওয়া আউজুবিকা মিন সাররিহা ওয়া সাররিমা যাবালতাহা আলাইহি।

অর্থঃ 
হে আল্লাহ! আমি আপনার কাছে তার কল্যাণ এবং যে কল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন, তা প্রার্থনা করছি। আর তার অকল্যাণ এবং যে অকল্যাণের ওপর তাকে সৃষ্টি করেছেন - তা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।

মহান আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মাহর সব নববিবাহিত স্বামীদেরকে তাদের স্ত্রীদের মাথায় হাত রেখে এই দোয়ার মাধ্যমে দাম্পত্য জীবনের সুখ-শান্তি ও মঙ্গল কামনা করার এবং হাদিসের ওপর আমল করার তাওফিক দান করেন। আমিন!


Comments

  1. রেফারেন্স দিলেন নাতো সাথে রেফারেন্স দিলে ভালো হতো

    ReplyDelete
    Replies
    1. আবু দাউদ-2/248

      Delete

Post a Comment