''কেনো ঘুম ভাঙবে আজানের কর্কশ শব্দে”,... বিস্ফোরক ট্যুইট ''সোনু নিগম'' -এর...


মুম্বই: সাত সকালেই ট্যুইটারে বোমা ফাটালেন সঙ্গীতশিল্পী সোনু নিগম। মুসলিম না হওয়া সত্ত্বেও কেন আজানের আওয়াজে ঘুম ভাঙবে, এই প্রশ্ন তুলে রীতিমত বিতর্কে উস্কানি দিয়েছেন সোনু। সোমবার সকালে বিতর্কিত ট্যুইট করে ফের ড্যামেজ কন্ট্রোল করতে হল তাঁকে।



এদিন সকালে প্রথম ট্যুইটে সোনু লেখেন, তাঁকে প্রত্যেকদিন আজানের শব্দ শুনে ঘুম থেকে উঠতে হয়। একজন মুসলিম না হয়েও কেন এমন পরিস্থিতির জন্য বাধ্য হচ্ছেন তিনি। এই ঘটনাকে জোর করে চাপিয়ে দেওয়া ধর্ম বলেও মন্তব্য করেন সোনু নিগম। এখানেই শেষ করেননি। আরও একখানা ট্যুইট করে ব্যাখ্যা দিয়ে বলেন, হজরত মহম্মদের সময় তো ইলেকট্রিসিটি ছিল না। তাহলে কেন সকাল সকাল এমন কর্কশ আওয়াজ শুনতে হবে।
এরপরই যাচ্ছেতাই রিপ্লাই আসতে শুরু করে। সোনু নিগমকে কটাক্ষ করে ট্যুইটের ঝড় বয়ে যায়। সঙ্গে সঙ্গে অবশ্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টাও করেছেন সোনু। তিনি তড়িঘড়ি ট্যুইট করে বলেন, মন্দির বা গুরুদোয়ারার ক্ষেত্রেও তাঁর একই রকম মত। কেন ইলেকট্রিসিটি খরচ করে অন্য ধর্মের মানুষকে বিরক্ত করা হবে। যদিও তাতে পরিস্থিতি খুব একটা আয়ত্তে আসেনি। এখনও চলছে একের পর এক ট্যুইট।
[সূত্রঃ kolkata24x7.com]

Comments